• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

এবারও আওয়ামী লীগের প্রার্থী হলেন মমতাজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৮, ২১:০৭
ছবি সংগৃহীত

লোকগানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

আজ রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেন তিনি।

নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর) আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে মমতাজকে।

এই আসনের বর্তমান সাংসদও মমতাজ বেগম। ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে, দ্বিতীয়বার ২০১৪ সালের নির্বাচনে এমপি হন তিনি।

উল্লেখ্য, রোববার (২৫ নভেম্বর) থেকে ২৩০ আসনে মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনও কোনও আসনে বিকল্প হিসেবে দুইজন অথবা তিনজনকেও চিঠি দেয়া হচ্ছে।

রাজনীতির পাশাপাশি সঙ্গীতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন মমতাজ। গেলো কয়েক মাসে দেশের বিভিন্নপ্রান্তে কনসার্টে অংশ নিয়েছেন তিনি। এছাড়া চলচ্চিত্র, অডিও গানেও কণ্ঠ দিয়েছেন মমতাজ।

সঙ্গীতশিল্পী হিসেবে দর্শকের মনজয় করা এই শিল্পী নিয়মিতভাবেই ভক্তদের জন্য নতুন নতুন গান উপহার দিয়েছেন এত ব্যস্ততার ভিড়েও।

আরও পড়ুন :

এম/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি কিন্তু ডরে ঘরের কোণে বসে থাকা মহিলা না : মমতাজ
নির্বাচনে হেরেও প্রধানমন্ত্রীকে গান শোনালেন মমতাজ
নির্বাচনে যেসব অঘটন 
বিনোদন অঙ্গন থেকে সংসদ সদস্য হলেন যারা
X
Fresh