• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কিশোরগঞ্জের তিন আসনে তিন রাষ্ট্রপতির ছেলে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৮, ২১:০২

নির্বাচনে কিশোরগঞ্জের ৬ টি আসনের মধ্যে এবার তিনটি অাসনে তিন রাষ্ট্রপতির পুত্র ও একটিতে নতুন অাওয়ামী লীগ কান্ডারি মনোনয়ন পেয়েছেন।

একটিতে আগের জনই এবং জেলার অপর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে এ আসনটি মহাজোটের প্রার্থীর জন্য আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছে।

কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্য কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বতর্মান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক মনোনয়ন পেয়েছেন।

রোববার সকালে দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের চিঠি দেয় আওয়ামী লীগ।

দলীয় সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রাপ্তদের নামে ইস্যু করা এসব চিঠিতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh