• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৮, ১১:০৬

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা এসব চিঠি বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে বিতরণ শুরু করা হয়।

গেল ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আসন্ন একাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রি করে আওয়ামী লীগ। টানা চারদিনে ৪ হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়। এরপর টানা এক সপ্তাহ দলটির সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ড বিভিন্ন জরিপের ভিত্তিতে নিজেদের প্রার্থী তালিকা করা হয়।
এর পরে দলীয় প্রধানের সঙ্গে শরিক দলগুলোর একাধিক বৈঠক করার পর তাদেরও আসন নিয়ে সুরাহা হয়।

জানা গেছে, ১৪ দলীয় জোট ও মহাজোটের শরিক দলগুলোর কাছে ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকাও হস্তান্তর করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh