• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহ ৪ আসনে তৎপর আ. লীগ, নীরব বিএনপি

ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামান

  ২১ নভেম্বর ২০১৮, ০৯:০৪

একাদশ নির্বাচন সামনে রেখে অন্যান্য আসনের মতো ঝিনাইদহ ৪ আসনেও বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন প্রত্যার্শীরা দলীয় দৃষ্টি আকর্ষণে অবলম্বন করছেন নানা পন্থা। এ আসন থেকে বড় দুই দলের একাধিক প্রার্থী রয়েছে। তবে নৌকার প্রার্থীরা মাঠ গরম করলেও তৎপরতা নেই ধানের শীষের।

কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত ঝিনাইদহ ৪ সংসদীয় আসন। এখানকার ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ২২ জন।

জেলার বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত এ আসনটিতে বড় দু’দলেরই রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থী। এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য মাঠে আছেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানসহ আরও কয়েকজন।

ঝিনাইদহ ৪ এর সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, এখানে অনেকেই প্রার্থী হওয়ার আসা করছেন, পাশাপাশি আমিও কাজ করছি। কিছু একটা পক্ষে থাকতে পারে, কিন্তু দলের নেতা কর্মীরা, ভোটাররা আমার সাথে আছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান বলেন, মনোনয়ন পেলে এই সিট আমি জননেত্রী শেথ হাসিনাকে উপহার দিতে পারবো।

অন্যদিকে বিএনপি থেকে নাম শোনা যাচ্ছে সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কেন্দ্রীয় ছাত্র নেতা বিএম নাজিম মাহমুদ।

বিএনপি মনোয়নয় প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ বলেন, কালিগঞ্জনের মানুষের পাশে সার্বক্ষণিক থাকার কারণে দল আমাকে মনোনয়ন দেবে। ইনশাল্লাহ এ আসনে আমি নির্বাচিত হবো।

বিএনপি মনোয়নয় প্রত্যাশী বিএম. নাজিম মাহমুদ বলেন, দলের প্রতিনিধী হিসেবে আমিও ঝিনাইদহ ৩ আসনের প্রার্থী।

এছাড়াও অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ দল ও ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

আরও পড়ুন :

জেএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
আওয়ামী লীগের যৌথসভা আজ
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
X
Fresh