• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জনগণই পারবে দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে: হাফিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৮, ১৬:০৯

জনগণের প্রতি আমাদের আস্থা আছে, জনগণই পারবে দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচনে জিতাতে নগ্নভাবে হস্তক্ষেপ করবে, সুতরাং জনগণের কাছে আমাদের আহ্বান রইলো। জনগণেই পারবে দেশে সুষ্ঠু মির্বাচনের ব্যবস্থা করতে।

তিনি বলেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন বোর্ডে সবাই ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সামনে ওয়াদা করে এসেছেন যে ‘ধানের শীষ’ প্রতীক যাকেই দেওয়া হবে সকল প্রার্থী মিলে ঐক্যবদ্ধভাবে, সেই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।

বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচনে বিএনপি যাচ্ছে আন্দোলনের অংশ হিসেবে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে যে পরিস্থিতি; সুষ্ঠু নির্বাচনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেশের প্রশাসন এমন ভাবে রাজনীতিক করণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের আশা প্রায় চিরহিত।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh