• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়ের আসনে নৌকার মনোনয়ন চান ড. দীপায়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৫১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসন থেকে মনোনয়ন চান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ড. দীপায়ন সরকার।

গেলো ১২ নভেম্বর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

জানা যায়, ড. দীপায়ন সরকার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে।

এক এগারোর পর গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই-সংগ্রাম করেছেন। এজন্য তাকে কারাবরণও করতে হয়েছে। সেইসময় ১৫ আগস্টে কালোব্যাজ ধারণ করা নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালোব্যাজ ধারণ করার জন্য দীপায়ন সরকারকে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেবল তৎকালীন প্রশাসন নয়, তাকে লড়াই করতে হয়েছিল শিবির, ছাত্রদল সন্ত্রাসীদের বিরুদ্ধেও। বহুবার হত্যার হুমকি এমনকি আক্রমণও করা হয়েছিলো তার উপর।