• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির মনোনয়ন ফরমের দাম ৫ হাজার, জমা দিতে ২৫ হাজার

অনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর ২০১৮, ১৯:১০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। এবার মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। তবে এ ফরম জমা দেয়ার সময় আরও ২৫ হাজার টাকা দিতে হবে। জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (রোববার)বিকেল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী জানান, দুদিন মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

তিনি জানান, বিএনপি অফিসে বিভিন্ন বুথ থাকবে, সেখান থেকে ফরম কেনা ও জমা দিতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে জমা দিতে পারবেন।

এর আগে রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়। তবে নির্বাচনের তারিখ এক মাস পিছিয়ে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোট।

এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে, তা চলবে সোমবার পর্যন্ত।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh