• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৮, ১৮:৩১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং সকলে আমরা এক সাথে মিলে নির্বাচন করবো। জনগণ যাকে চাইবে, ভোট দেবে, সেটাই আমরা সুনির্দিষ্ট করেছি, সেটাই আমরা করবো।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি অনেকগুলো জোট, দল, সবাই মিলে নির্বাচনে অংশগ্রহণ করছে। সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকে নির্বাচন করবেন বলে মতামত দিয়েছেন, এটা গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে।

নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগ উপযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেবে বলেও এ সময় জানান দলের সভানেত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন :

  • মাশরাফির মনোনয়নপত্র সংগ্রহে নড়াইলে আনন্দ মিছিল

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh