logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

মাশরাফির মনোনয়নপত্র সংগ্রহে নড়াইলে আনন্দ মিছিল

নড়াইল প্রতিনিধি
|  ১১ নভেম্বর ২০১৮, ১৮:০৬ | আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৮:৩৩
রোববার সকাল থেকে উৎকণ্ঠার মধ্যে দিয়ে কেটেছে নড়াইলবাসীর। মাশরাফি কি মনোনয়নপত্র কিনছেন? রাতে সাকিবের মনোনয়নপত্র না কেনার ঘোষণার পর মাশরাফি কিনবেন কিনা এ ব্যাপারে আরও ধোঁয়াশা তৈরি হয়। বিভিন্ন স্থানে একই জল্পনা কখন-কিভাবে মনোনয়নপত্র আনতে যাচ্ছেন ক্যাপ্টেন ম্যাশ।

bestelectronics
বেলা একটার দিকে খবর আসে ধানমন্ডি কার্যালয়ে মনোনয়নপত্র কেনার জন্য হাজির হয়েছেন মাশরাফি। সেসময়ই জেলার বিভিন্ন স্থানে জনপ্রিয় এই নেতার পক্ষে আনন্দ মিছিল হয়। আনন্দ মিছিল হয়েছে নড়াইল চৌরাস্তায়। এখানে ছাত্রলীগ-যুবলীগের সাথে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জুনিয়র গ্রুপসহ সবস্তরের জনগণের মোটর শোভাযাত্রা বের হয়।

মাশরাফি মনোনয়নপত্র কেনায় দল-মত নির্বিশেষে এলাকার সবস্তরের মানুষ খুশি, তারা মাশরাফির জন্য দোয়া চাইলেন।

অবহেলিত নড়াইলে মাশরাফির মতো একজন জনদরদী এবং দেশপ্রেমিক নেতা হিসেবে আবির্ভূত হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে এমন আশা এলাকাবাসীর।

উল্লেখ্য, মাশরাফি আজ (রোববার) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মাশরাফি। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নেন।

আরও পড়ুন :

জেএইচ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়