• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাপার মনোনয়নপত্র বিক্রি শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৮, ১২:২২

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করছে জাতীয় পার্টি (জাপা)।

আজ রোববার বেলা ১১টা থেকে রাজধানীর গুলশানের ইমানুয়েল অডিটোরিয়ামে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আগামীকাল থেকে ১৪ তারিখ পর্যন্ত দলের বনানী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ফরম বিক্রি কার্যক্রম।

জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মনোনয়নপত্র কেনার মাধ্যমে এর সূচনা করবেন। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও এদিন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম চালু করল নির্বাচন কমিশন
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
X
Fresh