• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নৌকার টিকিট পেতে ফরম কিনলেন সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৮, ১২:০৫

নৌকার টিকিট পেতে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমদ। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও নবাবগঞ্জ) আসনে লড়তে যাচ্ছেন তিনি।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম কেনেন।

মনোনয়ন ফরম কেনার পর সাবেক গভর্নর বলেন, আমি বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছি, এখন আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে চাই। বিশেষ করে আমার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও নবাবগঞ্জ) এর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে মনোনিবেশ করতে চাই।

শনিবার তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ রোববার চতুর্থ দিনের মতো ফরম বিক্রি চলছে।

মনোনয়ন বিক্রির প্রথম দুই দিনে ৩ হাজার ২০০ ফরম বিক্রি করেছে দলটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৮ নভেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুসারে, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ নভেম্বর।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
X
Fresh