• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনে মাশরাফি, ভালো-মন্দের হিসাব কষছেন শুভাকাঙ্ক্ষীরা

সুজয় কুমার বকসী, নড়াইল

  ১১ নভেম্বর ২০১৮, ১১:১১

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে নৌকার মাঝি হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়েছে নড়াইলের সর্বত্র। মাশরাফি নির্বাচনে অংশ নিবেন এমন খবরে নড়াইলের সর্বত্রই ছিল আলোচনার ঝড়। নড়াইল এক্সপ্রেস নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাল-মন্দ দু’ধরনের হিসাব কষছেন শুভাকাঙ্ক্ষীরা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে মাশরাফির পক্ষে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কেনা হবে।

মাশরাফি বিন মুর্তজার নিকটাত্মীয়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে. এম ফয়জুল হক রোম আরটিভি অনলাইনকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন সংগ্রহের ব্যাপারে মাশরাফিকে ফোন করেন এবং তার খোঁজখবর নেন। ওবায়দুল কাদের রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে প্রধানমন্ত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহের কথা বলেন।

ফয়জুলক হক রোম আরও জানান, মনোনয়ন সংগ্রহের ব্যাপারে মাশরাফির সম্মতি রয়েছে এবং তার পক্ষে রোববার মনোনয়ন সংগ্রহ করা হবে।