• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৮, ১০:৫১
ছবি: সংগৃহীত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হতে চান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শনিবার দলটির ধানমন্ডির কার্যালয় থেকে নোয়াখালী-১ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ছাত্র রাজনীতি এবং সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত আছেন গোলাম কুদ্দুছ। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরটিভি অনলাইনকে এই নেতা বলেন, নোয়াখালী-১ আসনের মানুষের পাশে আমি সব সময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বন্যা-দুর্যোগের সময় মানুষের পাশে ছুটে গিয়েছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করছি বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত করবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

পিআর/এসআর

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh