• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: বিবিসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৮, ১০:১৪
ফাইল ছবি

ড: কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট আসন্ন নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির আরেকটি জোট ২০ দলও একি সিদ্ধান্ত নিয়েছে। ঐক্যফ্রন্টের নেতা ড. হোসেনের আজ সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। তবে তারা নির্বাচনের সময় পেছানোর দাবি জানাবে।

বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা জানিয়ে এমন সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা।

বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, আন্দোলনের অংশ হিসেবে তারা শর্তসাপেক্ষে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছেন, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, ফলে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থেকে তারা কোনও কর্মসূচি নিলে তাতে পুলিশের অনুমতি না দেয়ার বা আইনগত প্রশ্ন তোলার সুযোগ থাকে। এছাড়া নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগও আনা হতে পারে। এর পাশাপাশি তারা রাজনৈতিক অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে চাইছেন।