• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন করবেন না সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৮, ০৮:৪৫
ছবি-সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার রাতে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান তিনি। ফলে আজ রোববার সকালে মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন না তিনি।

সাকিব আল হাসান বলেছেন, এবার নির্বাচন করছি না। মাঠেই থাকতে চাই।

এর আগে সাকিব জানিয়েছিলেন মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন। এ ব্যাপারে গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাকিব-মাশরাফি দু’জনই আগামীকাল (রোববার) মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তাদের দু’জনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।

তবে শনিবার রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভিন্ন বার্তা আসার কথা জানা গেছে। সাকিব আল হাসানকে এ নির্বাচনে অংশ না নেয়ার জন্য উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে এই উপদেশ দেয়া হয়।

জানা গেছে, সন্ধ্যায় গণভবনে গেলে সাকিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও। তুমি আগামী দিনে নির্বাচন করার জন্য অনেক সময় পাবে।’

এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা 
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
X
Fresh