• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঐক্যফ্রন্টের রোডমার্চ কেন হঠাৎ স্থগিত করলেন ফখরুল?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৮, ০৯:০১

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বঘোষিত বৃহস্পতিবারের রাজশাহী অভিমুখী রোডমার্চ স্থগিত ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, বৃহস্পতিবার তফসিল ঘোষণার তারিখ রয়েছে, তফসিল ঘোষণা হলে আমরা আমাদের রোডমার্চের সিদ্ধান্ত নেব। আপাতত রোডমার্চ স্থগিত। রাজশাহীতে জনসভা যথা সময়ে হবে।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ফখরুল বলেন, আগামীকাল তফসিল ঘোষণা ও যেসব জেলার উপর দিয়ে রোডমার্চ যাবে সেখানকার নেতাকর্মীদের মামলা, গ্রেপ্তার হওয়ার বিষয়গুলোর কারণেই মূলত কালকের রোডমার্চ স্থগিত করেছি।

তিনি বলেন, দু'দফা সংলাপে মূল বিষয়গুলোতে কোনও ফলাফল পাইনি, আবারও আলোচনার কথা বলেছি। দেখা যাক কী হয়? তাছাড়া চলমান আন্দোলনের অংশ হিসেবেই সংলাপে যাওয়া, আমরা বলেছি আপনারা আলোচনার সময় বের করেন এবং কিছুটা রাজিও হয়েছেন তারা।

এসময় কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী আলোচনায় বলেছেন, রাস্তা বন্ধ করবেন না, মাঠে সমাবেশ করুন কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু গতকালের জনসভা শেষে অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন একরকম, তার নিচের লোকেরা কাজকর্ম করেন আরেকরকম।

গাড়ি চলছে উল্টোপথে, দেশ চলছে উল্টোপথে-যোগ করেন কাদের সিদ্দিকী।

এদিকে, আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এ ঘোষণা দেবেন।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার একযোগে প্রচার করবে।

বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন থেকে সংযোগ নিয়ে প্রচার করতে পারবে।

এদিকে, অনিবার্য কারণে আগামীকাল বৃহস্পতিবার ডাকা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনও স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, সম্ভবত ৮ বা ৯ নভেম্বর সংলাপের ফল জানাতে প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করবেন।

এসজে/ এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh