• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে না এমন সংশয় নেই: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৮, ২৩:১৮

জাতীয় ঐক্যফ্রন্ট আসন্ন নির্বাচনে আসবে না, এরকম সংশয় আমি প্রকাশ করছি না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাত ১১ টায় গণভবনের ব্যাংকুইট হলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং ২৪টি রাজনৈতিক দলের সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। সারাদেশে রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়েছে সেই উত্তাপে একেবারে পানি ঢেলে দেবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনীতির ইতিহাসে আগামী নির্বাচন একটি নতুন মাইল ফলক হবে।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী তফসীল ঘোষণা করা হবে এ কারণে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে ২৪ দলের সংলাপ শুরু হয়। সংলাপ শুরুর আগে প্রধানমন্ত্রী ব্যাংকুইট হলে প্রবেশ করলে ন্যাশনাল ডেমোক্রেটিক এ্যালায়েন্স প্রেসিডেন্ট ব্যারিস্টার নাজমুল হুদাসহ ২৪ দলের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু আমাদের বাতিঘর : কাদের
X
Fresh