• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যেগুলো বলে এসেছি সেগুলোই বলব: মান্না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৮, ২৩:৩২
ফাইল ছবি

যেগুলো বলে এসেছি, সেগুলোই বলব। আমাদের যা যা কথা ছিল, আমরা সেগুলোই বলব। হয়তো কোনও কিছু বিশেষভাবে ফোকাস করা হবে।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকেরা সংলাপের বিষয়বস্তুর বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন সম্ভব। এ বিষয়ে যদি সরকার জাতীয় ঐক্যফ্রন্টের কাছ থেকে পরামর্শ নিতে চায়, তাহলে আমরা দেব।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না বলেন, সংলাপে (দ্বিতীয় দফা) দাবি মানা না হলে রাজপথের মাধ্যমে দাবি আদায় করা হবে। রাজপথ খোলা আছে।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপের বিষয়ে এ বৈঠক হয়। বৈঠক থেকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের তালিকাটি চূড়ান্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই : কাদের
আরটিভিতে আজ যা দেখবেন
পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার : মান্না
‘পুলিশ চুপ থাকলে আ.লীগ ঘর থেকেও বের হতে পারবে না’
X
Fresh