• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৮, ১৫:১৯

কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর)দুপুর পৌনে দুটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়।

সরকারের পদত্যাগ,নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্য দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আসম আবদুর রব।

সমাবেশে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা বক্তব্য দেবেন।

এর আগে মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা ধরনের ব্যানার ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্লোগানসহ জনসভায় যোগ দেন নেতাকর্মীরা।

গেলো সোমবার (৫ নভেম্বর) ডিএমপি থেকে ২৪টি শর্ত যুক্ত করে ঐক্যফ্রন্টের এই সমাবেশের অনুমোদন দেওয়া হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh