• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সংলাপ ব্যর্থ হবে: এরশাদ

রংপুর প্রতিনিধি

  ০১ নভেম্বর ২০১৮, ১৪:৩৭

শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তাদের সাত দফা দাবির কোনটিও মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চান , সংসদ ভেঙে দিতে চান এসব কোনও দাবি মেনে নেয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থতায় পর্যবসিত হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চিঠি দিয়েছিলাম। আমাকে ৫ নভেম্বর বঙ্গভবনে যাবার আমন্ত্রণ জানানো হয়েছে।আমি আমার দলের নেতাদের নিয়ে যাব সংলাপ করতে নয় চা খেতে।পরে আমি এককভাবে আমার দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা বলব।কারণ ২১ জন নেতা নিয়ে সব কথা বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিএনপিতে এখন কোনও নেতা নেই। তাদের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন।এখন ড. কামালকে নিয়ে তারা ঐক্যফ্রন্ট করেছেন।