• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিলেট: ৫-৬

এবার জোটকে ছাড় দিতে নারাজ আ.লীগ ও বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৮, ১৯:১৯

সীমান্ত জনপদ সিলেট-৫ আসনে জোটের প্রয়োজনে গেল দুবার জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। তবে এবার ছাড় দিতে নারাজ তারা। আর সিলেট-৬ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাইরেও একাধিক প্রার্থী দলের টিকিট পেতে মাঠে নেমেছেন। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশীদের কোন্দলে নাজুক অবস্থায় বিএনপি।

সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে ভোটার সংখ্যা তিন লাখ আট হাজার ৬১৬ জন। এ আসনে সাংগঠনিক অবস্থা শক্তিশালী না হওয়ায় গেলবার মহাজোটের আসন বণ্ঠনের সমীকরণে সাংসদ নির্বাচিত হন জাতীয় পার্টির সেলিম উদ্দিন। তবে এবার জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী।

সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেন, জোটগত নির্বাচন হলে, সেক্ষেত্রে মননীয় চেয়ারম্যান আমাকে ইঙ্গিত দিয়েছে জকিগঞ্জ কানাইঘাট থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : আওয়ামী লীগে যোগ দিলেন বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি
-------------------------------------------------------