• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা, জনতার ঢল নামার আশা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৮, ১৩:৩৭

ঐক্যফ্রন্টের সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঐক্যফ্রন্ট নেতাদের আশা, এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা শনিবার সকালে চট্টগ্রামে পৌঁছেছেন। এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শুক্রবার রাতেই চট্টগ্রামে এসেছেন।

এদিকে, সমাবেশস্থলের আশপাশে লাগানো হয়েছে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি চেয়ে পোস্টার।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, লালদীঘির মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ করার আবেদন করেছিলাম। প্রশাসন আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের যাবতীয় প্রস্তুতি শেষ করেছি। ইনশাআল্লাহ চট্টগ্রামবাসী জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর চট্টগ্রামে দ্বিতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সমাবেশ হয়েছে গত ২৪ অক্টোবর সিলেটে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
বিএনপির সমাবেশ স্থগিত
রাজধানীতে সমাবেশ করার ঘোষণা বিএনপির
X
Fresh