• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২৪ অক্টোবর ২০১৮, ১৫:২০

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে।

নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশে শুরু হয়। ইতোমধ্যে মঞ্চে এসেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

মাঠের আশপাশে খালেদা জিয়া ও তারেক রহমানের বিশাল আকৃতির ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে।

উল্লেখ্য, ঐক্যফ্রন্ট গঠনের পর ২৩ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিএনপির একটি প্রতিনিধি দল অনুমতি নিতে মহানগর পুলিশ কমিশনারের কাছে দেখা করে লিখিত আবেদন জমা দেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এরপর দ্বিতীয় দফায় বিএনপির ওই প্রতিনিধি দল ২৪ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে পৃথক আরেকটি আবেদন পত্র জমা দেন। এরপর অনুমতি না পেয়ে ২১ অক্টোবর সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ হাইকোর্টে রিট দায়ের করেন। ওই দিন বিকেলেই পুলিশ সমাবেশের অনুমতি দেয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসভায় সাম্প্রদায়িক বক্তব্য, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ 
জনসভায় যে কথা বলে কেঁদে ফেললেন মোদি
আ.লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিবসে আ.লীগের জনসভা
X
Fresh