• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভোটের হাওয়া: মেহেরপুর ১ ও ২

আসন ধরে রাখতে ব্যস্ত আ.লীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

মাজেদুল হক মানিক, মেহেরপুর

  ২৩ অক্টোবর ২০১৮, ১৯:১৮

মেহেরপুরের দু‘টি নির্বাচনী আসনে শুরু হয়েছে আগামী একাদশ নির্বাচন প্রস্তুতি। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নানা কর্মসূচীর মধ্যদিয়ে কেন্দ্র এবং তৃণমূলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া দুটি আসনেই আওয়ামী লীগ চাইছে তাদের ক্ষমতা ধরে রাখতে আর বিএনপি মরিয়া হয়ে উঠেছে আসন পুনরুদ্ধারে।

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত এখানকার ১ নম্বর সংসদীয় আসন। ২ লাখ ৬৯ হাজার ৩৪৬ ভোটারের এ আসনটিতে আওয়ামী লীগের হাফ ডজন এবং বিএনপির দু’জন মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন, মিছিল সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে নিজেদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন বলেন, এখানকার মানুষ ও কর্মীরা ভদ্র নম্র এবং দলিও সিদ্ধান্তের প্রতি আনুগত্য। যে নেতা থাকবেন তাকে দলের কর্মীরা ও সাধারণ মানুষ ভোট দিবে।

অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলের সভানেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।

মেহেরপুর পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছি। খালেদা জিয়ার মুক্তির সংগ্রামকে আমরা অব্যাহত রেখেছি, পাশাপাশি আমাদের নির্বাচনী প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে গাংনী উপজেলা নিয়ে গঠিত ২ লাখ ২৬ হাজার ৪১৬ ভোটারের মেহেরপুর ২ আসনে বড় দু’দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর পাশাপাশি ১৪ দলীয় জোট থেকে মাঠে নেমেছে ওয়ার্কার্স পার্টি। এ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী নৌকার মনোনয়ন চাইলেও দলের সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানান তারা।

গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, যেই নমিনেশন পাক না কেন দলের সকল কর্মী-সমর্থক ও নেতারা বিশ্বাস করি এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, জাতির অস্তিত্বের প্রশ্ন আমরা কোনও আপস করবো না।

জেলা আইনজীবী সমিতি সভাপতি ও আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল আলম বলেন, গ্রুপিং করে না এরকম একটি মানুষকে মনোনয়ন দেয়া হক, তাহলে গাংনীর মানুষ এ সিটটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবে।

তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও।

গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, আমরা জিতার ব্যাপারে শত ভাগ আশাবাদী, গাংনী ও মেহেরপুর ২ সিটে আমরা বিপুল ভোটে জয় লাভ করবো।
নিরাপত্তা এবং এলাকার উন্নয়নে যে কাজ করবেন, এমন মানুষকেই তাদের এমপি হিসেবে দেখতে চায় এখানকার ভোটাররা।


আরও পড়ুন :

জেএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh