• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পূজার কারণে পেছানো হলো বিএনপির কর্মসূচি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজন নেতার সাজার প্রতিবাদে বিএনপির দেয়া কর্মসূচি দূর্গা পূজার কারণে পরিবর্তন করা হয়েছে।

কর্মসূচির সময় পরিবর্তনের মধ্যে- ১৬ তারিখের বিএনপির কালো পতাকা মিছিল ২১ তারিখ, ১৭ তারিখ মহিলা দলের মানববন্ধন ২০ তারিখ, ১৮ তারিখ শ্রমিক দলের মানববন্ধন ২২ তারিখে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

এসময় রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার কারণে আমাদের পূর্বঘোষিত এসব কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষিত তারিখে কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, কবি আব্দুল হাই শিকদার, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন।

৮ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয়েছে। এতে করে শারদোৎসবের আমেজও ছড়িয়ে পড়েছে সারাদেশে। এবার দূর্গাপূজায় সারাদেশে ৩১ হাজার ২৭২টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হবে। যা গত বছরের চেয়ে ১ হাজার ১৯৫টি বেশি। গত বছর পূজামণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ৭৭টি। আগামী ১৯ অক্টোবর বিজয়া দশমী।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh