• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারে মির্জা ফখরুলের জিডি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৮, ২০:৪০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোন ফেসবুক অ্যাকাউন্ট নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে কোনও অ্যাকাউন্ট নেই জানিয়ে বৃহস্পতিবার পল্টন থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন।

বৃহস্পতিবার বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে পরিচালনার প্রতিবাদে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। মহাসচিবের অতীতেও কোনো ফেসবুক একাউন্ট ছিল না, বর্তমানেও নাই। তিনি ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন। আজ সাধারণ ডায়েরির মাধ্যমে সরকার এবং এদেশের জনগণকে অবহিত করলেন। তাই কোন ব্যক্তি কিংবা কোন স্বার্থন্বেষী মহল তার নামে একাউন্ট খুলে দেশ ও দেশের মানুষকে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাসচিব ব্যক্তিগতভাবে মনে করেন, তার যা বক্তব্য তা প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এছাড়া বিএনপি’র অফিসিয়াল ভেরিফাইট ফেসবুক সাইড Bangladesh Nationalist Party-BNP-তে নিয়মিত প্রচার হয় এবং বিএনপি’র অফিসিয়াল ওয়েব সাইড www.bnpbd.org তে ও সব সময় প্রচার হয়।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh