• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গ্রেনেড হামলার দায় খালেদা জিয়া এড়াতে পারেন না : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৮, ২০:৪৫

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী না থাকায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধান জানতেন আর খালেদা জিয়া জানতেন না, এটা নয়। তাই তিনিও এ ঘটনার দায় এড়াতে পারেন না। সেজন্য আমরাও খালেদা জিয়ারও বিচার দাবি করছি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ২১ আগস্টের ঘটনা ছিল রাষ্ট্রীয় মদদে সরকারি জঙ্গি হামলা। ওই সময়ে দায়িত্বরত সেনা গোয়েন্দা সংস্থার প্রধানের ভাষ্য থেকে একথা পরিষ্কার খালেদা জিয়াও এ হামলা সম্পর্কে অবগত ছিলেন। গ্রেনেড হামলা ছিল রাষ্ট্রীয় পাপ। আমরা খালেদা জিয়ারও বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, তারেক রহমান যা করেছেন, তাতে তার প্রাপ্য ছিলো সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা এ মুহূর্তে তার ফাঁসি দাবি করছি। যে বর্বর, এই নৃশংস ঘটনা ঘটিয়েছিলো সেই মুফতি হান্নান আদালতে ৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে বলেছেন, তারেক রহমানের অনুমতি নিয়েই সে অপারেশন শুরু করেছিলো।