• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্রেনেড হামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৮, ১৪:২৩

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা সাজাপ্রাপ্ত পলাতক তাদের শিগগিরই দেশে এনে সাজা ভোগের ব্যবস্থা করা হবে। মামলার রায় যথার্থ হয়েছে বলেও মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১০ অক্টোবর) দুপুর সচিবালয়ে নিজ কার্যালয়ে মামলার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের মাধ্যমে জনগণ প্রমাণ পেয়েছে। কেউ অপকর্ম করলে তার শাস্তি হবেই। বাংলাদেশের মানুষ মনে করে, এই রায়ে যোগ্য বিচার হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- ‘আজকে জাতির জন্য বড় একটা দিন। আমরা মনে করি, জাতির আরও একটি কালিমা যেটা লেপন করেছিল…সেই কালিমা আজকে দূর হলো। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে; এদেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ন্যায়বিচার হয় এবং যারাই এ ধরনের কর্ম করবে তাদের বিচার অবশ্যই হবে।’

আরও পড়ুন :

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূকে নির্যাতনের পর হত্যা, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক
গুইমারায় পলাতক আসামি গ্রেপ্তার
প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা
শিবচরে আদালতের নির্দেশে পলাতক আসামির মালামাল ক্রোক
X
Fresh