• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোটের হাওয়া: কুমিল্লা-৯

আওয়ামী লীগের একক প্রার্থীর বিপরীতে বিএনপিতে একাধিক

গোলাম কিবরিয়ার, কুমিল্লা

  ০৮ অক্টোবর ২০১৮, ১৬:০৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে আওয়ামী লীগের একক প্রার্থীর মুখোমুখি হবেন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা। জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে প্রার্থী দেয়ার কথা আছে এ আসনে।

কুমিল্লা-৯ আসনটি লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানের বর্তমান সাংসদ আওয়ামী লীগের তাজুল ইসলাম।
আসনটিতে মোট ভোটার তিন লাখ ৫৭ হাজার ৯০২ জন। এ আসনে পরপর দুইবার বিএনপির এটিএম আলমগীরের পরে ১৯৯৬ সালে বিজয়ী হন আওয়ামী লীগের তাজুল ইসলাম। এরপর ২০০১ সালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা কর্নেল আনোয়ারুল আজিমের পর টানা দু’বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তাজুল ইসলাম।

নির্বাচন প্রস্তুতি সম্পর্কে আওয়ামী লীগের বর্তমান সাংসদ মো. তাজুল ইসলাম বলেন, আমাদের পক্ষে জনগণের একটা উল্লেখযোগ্য মতামত আছে বিধায় আগামী নির্বাচনে পাস করার সম্ভাবনাটা অনেক উজ্জ্বল।

অন্যদিকে বিএনপির একজন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) আনোয়ারুল আজিম বলেন, কুমিল্লা ৯ আসনটি অত্যন্ত ভাইব্রেট, এখানে বিএনপি সংখ্যাধিক্য। বিগত যতগুলো নির্বাচন হয়েছিল বিএনপি জয়লাভ করেছে। এবারও আমরা আশাবাদী।