• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপির সাবেক এমপি শাহীন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৮ অক্টোবর ২০১৮, ১১:৪২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর আরটিভি অনলাইনকে জানান, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজ বাগে সড়কের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর ও মানুষের মাঝে আতংক সৃষ্টি করে। এই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বাদী হয়ে বিএনপির সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শাহীন অনেক দিন পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
X
Fresh