• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপির ঘোষিত ওই দিনই ১৪ দলের কর্মসূচি ছিল : নাসিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ২৯ সেপ্টেম্বর (শনিবার) ১৪ দলের পূর্ব ঘোষিত কর্মসূচি। বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচি ছিল ২৭ সেপ্টেম্বর। তারা (বিএনপি) কারো সঙ্গে কোনও কথা না বলেই তাদের কর্মসূচির সময় পরিবর্তন করেছে। অথচ ওই দিন ১৪ দলের পূর্ব ঘোষিত কর্মসূচি। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

আজ (বুধবার) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ বাস্তুহারা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিশ তলা ভবনে বস্তিবাসীদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ১৪ দলের মুখপাত্র।

নাসিম বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সংঘাত করতে চাইলে তার ফল ভাল হবে না। আমরা শান্তি চাই, সংঘাত চাই না, নির্বাচন চাই, কোন সহিংসতা চাই না। তবে কেউ সংঘাত করতে চাইলে তার পরিণাম ভাল হবে না।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী এ বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে বিজয়ী করবে।