• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃহত্তর জাতীয় ঐক্যে একমত ২০ দলীয় জোট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২১

গণতন্ত্র প্রতিষ্ঠায় বৃহত্তর জাতীয় ঐক্যে একমত ২০ দলীয় জোট। খালেদা জিয়াসহ অন্য বন্দিদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নানা দাবিতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ২০ দল দেশের গণতন্ত্রকামী দল ও সংগঠনকে আহ্বান জানিয়েছে।

আজ (রোববার)রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে বলেছেন, আমার সেই ঐক্য গড়ে তোলার কাজ করছি। বৃহত্তর ঐক্যকে ২০ দলীয় জোট সমর্থন করে এবং এটি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, জোটের নেতারা খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানিয়েছেন।