• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ভবিষ্যতের বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলবে না: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৪

টানা দুই মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আগামী মেয়াদে ক্ষমতায় আসবো কিনা জানি না। ক্ষমতায় আসি বা না আসি দেশের উন্নয়ন ও অগ্রগতি যেন থেমে না যায়। ভবিষ্যতের বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে কৃষিবিদ ইন্সটিটিউশনের ৬ষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। এদেশের মানুষ ভিক্ষা করবে এটাই ছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের উদ্দেশ্য। যাতে বিদেশ থেকে ভিক্ষা আনা যায়। আর যেন বাংলাদেশকে ভিক্ষার হাত না বাড়াতে হয় সেদিকে নজর রাখতে হবে।

তিনি বলেন, জমির সীমাবদ্ধতার পরও পরিকল্পনার কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ দেশ এগিয়ে যাক এটাই বর্তমান সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তিন দফা সারের দাম কমিয়েছে। বর্গা চাষীদের জন্য ঋণের ব্যবস্থা করেছে।
------------------------------------------------------------------
আরও পড়ুন : তফসিল ঘোষণার পরই কঠোর আন্দোলন: ফখরুল
------------------------------------------------------------------

শেখ হাসিনা বলেন, জাতির পিতার নেয়া সব উন্নয়ন পরিকল্পনা বন্ধ করে দিয়েছিল জিয়াউর রহমান। আমরা ১শ বছরের ডেলটা প্লান নিয়েছি, যাতে দেশ এ সময়ে আধুনিক রাষ্ট্রের রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, নিজেদের উৎপাদিত পণ্য দিয়ে দেশের মানুষের খাদ্য চাহিদা বাড়াতে হবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের দিকে বিশেষ নজর দিতে হবে। খাদ্য উৎপাদন করলেও হবে না মজুদ রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে খাদ্য মজুদ রাখার জন্য আধুনিক খাদ্য গুদাম তৈরির কাজ করছি। যাতে দুই থেকে তিন বছরর খাদ্য মজুদ রাখা যায় । ২০ থেকে ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, দেশ আজ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ। বিদ্যুৎ ও রাস্তা উন্নয়ন করার কারণে খাদ্য বাজারজাতকরণ বেড়েছে। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য উদ্যোগ নিচ্ছি যাতে এক ফোঁটা জমিও যেন অনাবাদি না থাকে।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
X
Fresh