• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে মাহি বি চৌধুরীর ‘প্রজন্ম বাংলাদেশ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০১১ সালে অনলাইনে ‘প্রজন্ম বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন বিকল্পধারার সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরী। এবার নতুন কিছু কর্মসূচি নিয়ে এই সংগঠন মাঠে নামছে।

শুক্রবার বারিধারায় সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাহি বি চৌধুরী।

মাহি বলেন, দেশের তরুণদের নিয়ে গড়া প্রজন্ম বাংলাদেশ হলো বিকল্পধারার সহযোগী সংগঠন। যার নেতা-কর্মীদের বয়স ২০ থেকে ৩০ বছর।

তিনি বলেন, দেশের তরুণরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, তা দেখতে পারেনি। সে জন্য তারা হতাশায় ভুগছে। তবে তাদের দ্বারাই দেশে গণতন্ত্র, সুস্থ ও ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অপার সম্ভাবনাময় এ তরুণরাই এবার নেমে আসবে রাজপথে।
-------------------------------------------------------
আরও পড়ুন : আ. লীগ সব সময় ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে: আইনমন্ত্রী
-------------------------------------------------------