• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অক্টোবরে হবে অন্তর্বর্তীকালীন সরকার: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ২১:১৬
ফাইল ছবি

ডিসেম্বরে তো নির্বাচন। অক্টোবরে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের তিন মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতেই হয়। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারে কতজন সদস্য থাকতে পারে জানতে চাইলে মুহিত বলেন, নো আইডিয়া। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারেও আমি থাকব।

এসময় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে মন্ত্রী বলেন, নিউইয়র্কে মামলা করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

বয়স বাড়ানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার বিষয়ে কোনো আপত্তি নেই।

-------------------------------------------------------
আরও পড়ুন : বিএনপি নির্বাচনী ভীতিতে আক্রান্ত: হাছান মাহমুদ
-------------------------------------------------------

তিনি আরও বলেন, আমার মতে চাকরি হওয়া উচিত কনটাক্ট বেসিসে। বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল। আমি প্রস্তাবও দিয়েছিলাম, এটা হয়নি। আমার মনে হয়, নির্বাচনের আগে কোনো পরিবর্তন হবে না।

আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ বছর ছিল। ১৯৯১ সালের মাঝামাঝি সময়ে তা বাড়িয়ে ৩০ বছর করা হয়। এরপর ২০১১ সালের ডিসেম্বরে সরকারি চাকরিতে অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। আর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স এক বছর বাড়িয়ে ৬০ বছর করা হয়।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কের উৎসবে বাংলাদেশের ‘নীলপদ্ম’
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বীর মুক্তিযোদ্ধারা
নিউইয়র্ক টাইমস হয়ে উঠবে নিউইয়র্ক সময় : এরিক এডামস
X
Fresh