• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কী বললেন ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ আগস্ট ২০১৮, ১৯:৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-‘গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান সংগ্রাম চালিয়ে যেতে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

আজ শনিবার বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আজ বিকেল চারটার দিকে মির্জা ফখরুল দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা ভেতরে থাকার পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

মির্জা ফখরুল বলেন- ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে চলমান সংগ্রাম তা চালিয়ে যেতে বলেছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।’

-------------------------------------------------------
আরও পড়ুন : একুশে আগস্টের বোমা হামলার রায়ে প্রভাব খাটাচ্ছে আ. লীগ: রিজভী
-------------------------------------------------------

তিনি আরও বলেন-‘বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অনেক অসুস্থ, দুর্বল। তবে তিনি মানসিকভাবে শক্ত আছেন। আমরা আমাদের অবস্থার কথা তাকে জানিয়েছি। আমরা আশা করছি, দ্রুতই তার জামিন হবে।’

তিনি বলেন- ‘ঈদ-উল-আজহা উপলক্ষে বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন পাইনি। আজকে (শনিবার) ম্যাডামের পিএসকে জানানো হয়েছে, আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো। তাই আমি চারটার সময় দেখা করতে এসেছি।’

গত বুধবার ঈদ-উল-আজহার দিন পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেন। তবে ঈদ-উল-ফিতরের সময় তার জন্য বাসার খাবার নিতে দিলেও এবার কোনও খাবার ভেতরে নিতে দেয়নি কারা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
আ.লীগ এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ফখরুলের
X
Fresh