• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রতিবন্ধী রুজিনাকে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৮, ১৪:৪৫

কিশোরগঞ্জ জেলার শারীরিক প্রতিবন্ধী রুজিনা আক্তারকে ঈদ উপহার হিসেবে একটি হুইল চেয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান- গতকাল মঙ্গলবার (২১ আগস্ট) জেলার হোসেনপুর পৌর এলাকার পূর্ব ধুলজুরী গ্রামে রুজিনার বাড়িতে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে।

ছেলেবেলা থেকে হাঁটাচলা করতে অক্ষম রুজিনা ওই এলাকার ফেরিওয়ালা খোকন মিয়ার মেয়ে। রুজিনা বাকশক্তিহীন এবং হাঁটাচলা করতে অক্ষম।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘শারীরিক প্রতিবন্ধী রুজিনার একটি হুইল চেয়ারের আকুতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার একান্ত সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন রুজিনাকে একটি হুইল চেয়ার পৌঁছে দেয়ার জন্য।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে হুইল চেয়ার পৌঁছে যায় রুজিনা আক্তারের গ্রামের বাড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘হুইল চেয়ার’ রুজিনা আক্তারের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় রুজিনার বাবা-মা ও প্রতিবেশীরা ছাড়াও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিবন্ধীদের জন্য প্রাথমিকের ১১৭ পদ সংরক্ষণের নির্দেশ
হনুফাদের ভালোবাসার গল্পটা অন্যরকম! 
নৌবাহিনীর সদস্য পরিচয়ে ১৩ বিয়ে, বাদ যাননি প্রতিবন্ধী নারীও   
X
Fresh