DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

কী কথা হলো ড. কামাল ও বঙ্গবীরের বৈঠকে

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ আগস্ট ২০১৮, ২১:৩৯ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:৪৮
দেশের বিশিষ্ট আইনজীবী, সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী আজ শনিবার বৈঠক করেছেন।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের করণীয় নির্ধারণ করতে আজ বিকেলে ড. কামাল হোসেনের মতিঝিলস্থ চেম্বারে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ২২ সেপ্টেম্বর ঐক্য প্রক্রিয়া আয়োজিত মহাসমাবেশের প্রস্তুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

আরও জানা গেছে, কোনও কারণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পেলে বিকল্প ভেন্যু হিসেবে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনও ঠিক করে রাখা হবে এই সমাবেশের জন্য।

দলীয় সূত্রে আরও জানা গেছে, শাসক দল আওয়ামী লীগ ও তাদের শরিক দল এবং জামায়াতে ইসলামী বাদে দেশে সক্রিয় ডান-বাম-প্রগতিশীল ঘরানার প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ওই মহাসমাবেশের আয়োজন করার ব্যাপারে প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুন  :

 

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়