• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধুর খুনিরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৮, ২৩:১৬

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের খুনি ও স্বাধীনতাবিরোধী শক্তি এখনও দেশ-বিদেশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর মৌচাক বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

------------------------------------------------------------------
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথাবার্তা যায় না : মির্জা ফখরুল
------------------------------------------------------------------

মোজাম্মেল হক বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না। মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শক্তিশালী। বাঙালি একাত্তরে একতাবদ্ধ ছিল, আজও আছে। বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না।

তিনি বলেন, যতই ষড়যন্ত্র করা হোক, বাংলাদেশের অগ্রযাত্রাকে কিছুতেই ব্যাহত করা যাবে না। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করছেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুনিদের দেশে এনে সাজা কার্যকর করার প্রচেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদেরও বিচার হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হলেই তার রক্তের ঋণ কিছুটা শোধ হবে।

এসময় গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে হিরা-মনিরুল
আওয়ামী লীগের আলোচনাসভা আজ
বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে’
X
Fresh