• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যত ষড়যন্ত্রই হোক, যথাসময়ে নির্বাচন: নাসিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৮, ১৯:৪০

ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যত ষড়যন্ত্রই হোক, যথাসময়ে আগামী নির্বাচন অবশ্যই হবে। আল্লাহর রহমতে দুনিয়ার কোনও শক্তি নেই এই নির্বাচনকে ঠেকাতে পারে। ২০১৪ সালে পারেনি, এবারও তারা পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে ১৪ দল বিজয় অর্জন করবে।

শুক্রবার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১৪ দল আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন- জাতির জনকের অসমাপ্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাংবিধানিক শক্তির গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

-------------------------------------------------------
আরও পড়ুন : নিরাপদ বাংলাদেশ গড়তে জিয়ার পরিবারের মুখোশ উন্মোচন করতে হবে: ইনু
-------------------------------------------------------

নাসিম আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর বিজয়ের মাসে নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে এবং জনগণ যে রায় দেবে, সে রায় আমরা মেনে নেব। নির্বাচন নিয়ে আর কোনও ষড়যন্ত্র আমরা দেখতে চাই না।

তিনি বলেন, ১৪ দল মাঠে-ময়দানে আপনাদের সহযোগিতা করবে। নির্বাচন করার অধিকার সবার আছে। কেউ যদি নির্বাচন করতে চায় অবশ্যই করতে পারবে। সংবিধানের বাইরে আমরা যাব না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের ফর্মূলা এ দেশে চলবে না, ওটা ব্যর্থ হয়ে গেছে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-একাংশ) শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের এস কে শিকদার, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, বাসদের রেজাউর রশিদ খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
নির্বাচনী সংস্কৃতির চিরন্তন পাঠটি সুখকর না
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত
X
Fresh