• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমির খসরুকে দুদকে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ২১:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। তার বিরুদ্ধে ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন, বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক এই পদক্ষেপ নিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

------------------------------------------------------------------
আরও পড়ুন : পুলিশ আমার বাড়ি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে: মওদুদ
------------------------------------------------------------------

প্রণব কুমার ভট্টাচার্য জানান, ১৬ আগস্ট বৃহস্পতিবার দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা এক নোটিশে আগামী ২৮ অাগস্ট এই বিএনপির নেতাকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

ওই চিঠিতে বলা হয়, আমির খসরু বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এই নোটিশ পাঠানো হয় আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায়। এই অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।


আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
ব্যাংকের ম্যানেজারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ড. ইউনূসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ 
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh