বিদেশে পলাতক ৪ খুনির অবস্থান শনাক্ত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)
এহতেরামুল হক, আরটিভি অনলাইন
| ১৫ আগস্ট ২০১৮, ১২:৪৯ | আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৩:৩৪

-------------------------------------------------------
আরও পড়ুন : ঢাবিতে হাতে তৈরি বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি উন্মুক্ত
------------------------------------------------------- এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, গেলো কয়েক বছরে খুনিদের আশ্রয়দাতা দেশগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। যেটা আশাবঞ্জক। তিনি বলেন, খুনিদের ফিরিয়ে আনাটা অনেক জটিল প্রক্রিয়া। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আর বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন আশা প্রকাশ করেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পেছন থেকে যারা কলকাঠি নাড়েন, তাদের চিহ্নিত করে শান্তি নিশ্চিত করা গেলেই বিচার পরিপূর্ণ হবে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১২ খুনির মৃত্যুদণ্ড দেয় আদালত। এর মধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ৫ ঘাতকের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দায়মুক্ত হয় পুরো জাতি ও দেশ। রায় কার্যকরের আগেই ২০০১ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান খুনি আজিজ পাশা। এসজি/এসআর