• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কালো পোশাকে ঈদ পালন করবেন কোটা আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদদাতা

  ১২ আগস্ট ২০১৮, ১৪:০৭

নেতাদের মুক্তি, কর্মসূচিতে হামলাকারীদের বিচারসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে রোববার সকালে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। একইসঙ্গে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সবাইকে কালো পোশাকে ঈদ পালন করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন মোল্লা।

রোববার (১২ আগস্ট) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

ইয়ামিন মোল্লা বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৩১ আগস্টের মধ্যে না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

---------------------------------------------------------------------------------
আরও পড়ুন : সিলেটে আরিফুলের বিজয় মিছিলে সংঘর্ষ, ছাত্রদলকর্মী নিহত
---------------------------------------------------------------------------------

তিনি বলেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ঈদের আগে মুক্তি দেয়া না হলে কালো পোশাকে ঈদ পালন করবেন কোটা আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন কোটা আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন।

অন্যদিকে, কোটা আন্দোলনকারীদের এই সমাবেশ করার কথা ছিল টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে। কিন্তু বেলা ১১টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে মৌলবাদবিরোধী ছাত্র সমাবেশ করেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা
ঢাবি ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা
X
Fresh