logo
  • ঢাকা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬

আওয়ামী লীগ কার্যালয় ঘুরে শিক্ষার্থীরা বললো- ‘খবরটি’ গুজব

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৪ আগস্ট ২০১৮, ২০:২৮ | আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২২:৫২
আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে শিক্ষার্থীর লাশ আছে ও কয়েকজনকে আটকে রাখা হয়েছে, এমন সংবাদকে গুজব বললো শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে সংঘর্ষের পর ১০ শিক্ষার্থী অফিসটি ঘুরে দেখে। এরপরই তারা এ কথা জানায়।

শনিবার দুপুর থেকেই জিগাতলা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহতও হয়।  পরে পুলিশ ও বিজিবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, দুই শিক্ষার্থী নিহত হয়েছে ও তাদের মরদেহ আওয়ামী লীগ কার্যালয়ে রাখা হয়েছে। পরে তাদের বক্তব্য শুনে পুলিশ শিক্ষার্থীদের ১০ জনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ঘুরিয়ে দেখান। পরে শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলে।

তাদের একজন জানান, পুলিশ সদস্যরা তাদের আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় পরিদর্শন করিয়েছেন। তারা ঘটনার কোনও সত্যতা পায়নি। শিক্ষার্থীরা এটাকে গুজব বলেই দাবি করেছে।

গুজবের সংবাদটি কিভাবে শুনেছে, এমন প্রশ্নের জবাবে ওই শিক্ষার্থী জানায়, ধাওয়া পাল্টা-ধাওয়ার একপর্যায়ে এক তরুণ তাদেরকে এ খবরটি দেয়।
তবে ওই তরুণকে তারা কেউ চেনে না বলেও জানিয়েছে।

আরও পড়ুন : 

এসজে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়