• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বৃহস্পতিবার দুপুরের মধ্যে দাবি না মানলে রাজধানী অচলের ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ আগস্ট ২০১৮, ১৮:০৪

আগামীকাল বৃহস্পতিবার (২ আগস্ট) দুপরের মধ্যে নৌমন্ত্রী শাজাহান খান ক্ষমা না চাইলে ও ৯ দফা দাবি না মানলে রাজধানী ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের পক্ষে থেকে হাসিব হাসান এ ঘোষণা দেন।

ওই শিক্ষার্থী বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। এছাড়া শাহবাগেও অবস্থান নেবে শিক্ষার্থীরা। যদি দুপুর ১১টার মধ্যে আমাদের দাবি না মানা হয় তবে পুরো ঢাকা অচল করে দেয়া হবে।

আরেক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশের সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এর আগে দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হওয়া শুরু করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে দখলে নেয় শাহবাগ।

------------------------------------------------------------------
আরও পড়ুন : লাইসেন্স নেই, তাই আধঘণ্টা পুলিশের গাড়ি আটকে রাখল শিক্ষার্থীরা
------------------------------------------------------------------

এ পরিস্থিতিতে দুপুর একটার দিকে পরিবহন শ্রমিক নেতা ও নৌমন্ত্রী শাজাহান খানের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
ঢাবির কোয়ার্টার থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
শাহবাগ থানার গাড়ির গ্যারেজে আগুন
X
Fresh