• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সবাইকে ট্র্যাফিক আইন মেনে চলতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ আগস্ট ২০১৮, ১৫:৩৫

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল সবাইকে ট্র্যাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন- ‘বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে। ঢাকায় কোন ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। আন্দোলনের সময় গাড়ি ভাংচুর ও পোড়ানোর সঙ্গে স্বার্থন্বেষী মহল জড়িত।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- ‘দেশের প্রতিটি স্ট্যান্ডে মালিক সমিতি, শ্রমিক সমিতি ও প্রশাসনের লোকজন গাড়ি থেকে যখন বের হবে তখন টার্মিনাল থেকে চেক করে বের করবে। এসময় তাদের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স ঠিক আছে কিনা তা চেক করবেন। যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে গাড়ি স্ট্যান্ড থেকে বের হতে পারবে না, তা বাসই হোক কিংবা ট্রাকই হোক।’

তিনি আরও বলেন- ‘ড্রাইভার ও শ্রমিকদের সচেতন করার দায়িত্ব নিয়েছে শ্রমিক ও মালিক সমিতি। আমরা দেখেছি বিভিন্ন চালক অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- ‘এ মুহূর্তে আমরা বলতে পারবো না আগামীকাল থেকে সব সমস্যা সমাধান হবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে এবং চালকদের সচেতন করতে ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন- ‘আমাদের সড়কে প্রতিদিন দেড়শ যানবাহন যুক্ত হচ্ছে। তাই গাড়ির চাপ প্রতিদিন বাড়ছে।’

---------------------------------------------------------------
আরও পড়ুন : উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ফিরিয়ে দিলেন বিক্ষোভকারীরা
---------------------------------------------------------------

এসময় শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব বিধিনিষেধ
আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে বাড়ছে পণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী 
‌‘মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’
X
Fresh