প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই জনগণ নৌকায় ভোট দিয়েছে
বরিশাল প্রতিনিধি
| ৩১ জুলাই ২০১৮, ০৯:২৯ | আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১২:৩০

আরও পড়ুন : বুলবুল ভোট না দিয়ে সারাদিন নাটক করেছেন: কাদের
-------------------------------------------------------- আওয়ামী লীগ দলীয় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, খালের প্রবাহ ফিরিয়ে আনা হবে। প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেয়া হবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন করা হবে। সাদিক আবদুল্লাহ আরও বলেন, সব দল ও সব মতের মানুষের সহযোগিতার মাধ্যমে সব ধরনের নাগরিক সমস্যার সমাধান করা হবে। বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাদিক ১০৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন এক লাখ ৯ হাজার ৮০১। আর বিএনপির প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। বরিশালে মোট ভোটকেন্দ্র ১২৩টি। এই সিটিতে বিএনপির প্রার্থী ভোটগ্রহণ শুরু হওয়ার ৪ ঘণ্টা পর ভোট বর্জন করেন। জেএইচ