• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে বিএনপির ১৫ এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ৩০ জুলাই ২০১৮, ১১:৫৫

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডের শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (পুরুষ ও মহিলা) ধানের শীষ প্রতীকের ১৫ জন পোলিং এজেন্টের কাউকে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সকল এজেন্টরা কেন্দ্রে পৌঁছেছেন। কিন্তু তাদের ঢুকতে দেয়া হয়নি। প্রিসাইডিং অফিসারের কাছে বলার পরও এজেন্টদের ঢুকতে দিচ্ছেন না।

এ বিষয়ে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বলেন, আমরা ৮টা পর্যন্ত যারা এসেছেন তাদের গ্রহণ করেছি। তারা সময়মতো আসেননি। এখন আমাদের কিছুই করার নেই।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে: সরোয়ার
--------------------------------------------------------

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়া মেয়র পদে কাঁঠাল প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী শাসন আন্দোলনের মো. শফিকুল ইসলাম ও হাতী প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার সকাল ৮টা থেকে নগরীর ১৩৮ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ।

রাজশাহীতে ভোটার তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এদের মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ জন নারী ভোটার এবং এক লাখ ৫৬ হাজার ৮৫ জন পুরুষ।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh