• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাল তিন সিটিতে নির্বাচন : কেন্দ্রগুলোতে যাচ্ছে ভোটগ্রহণের সামগ্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুলাই ২০১৮, ১৬:৩৪

রাত পোহালেই আগামীকাল তিন সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেয়ার পাশাপাশি রাজশাহী, বরিশাল ও সিলেটে ভোটগ্রহণের সামগ্রী বিতরণ শুরু করেছে রিটার্নিং অফিস।

রাজশাহী
রাজশাহীতে রোববার বেলা ১১টা থেকে রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচনী মালামাল সরবরাহ করা হচ্ছে।

রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম জানান, রাসিকের ৩০ ওয়ার্ডের মোট ১৩৮টি ভোট কেন্দ্রের ১ হাজার ২৬টি ভোট কক্ষের জন্য ১ হাজার ২৬টি ব্যালট বাক্স দেয়া হচ্ছে। এর মধ্যে ১৩৮টি কেন্দ্রের জন্য আরও ১টি করে অতিরিক্ত ১৩৮টি ব্যালট বক্স বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই ৩ লাখ ১৮ হাজার ১৩৮টি ব্যালট পেপার সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এছাড়া নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বিবি হিন্দু একাডেমির ১টি কেন্দ্রের ২টি বুথে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ওই সব কেন্দ্রেও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।