• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজশাহী, সিলেট ও বরিশালে বিজিবি মোতায়েন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুলাই ২০১৮, ১৯:২৫

আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রত্যেক সিটিতে ৪ প্লাটুন করে বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন এবং চার প্লাটুন রিজার্ভ রাখা হবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত তারা মাঠে থাকবেন।

শনিবার সকাল থেকেই বিজিবি সদস্যরা মহানগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত কঠোর হতে পারে: সরওয়ার
--------------------------------------------------------

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, আজ শনিবার মধ্যরাত ১২টার পর থেকে ৩১ তারিখ ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং ভারী ও হালকা যানবাহন যেমন বাস, ট্রাক, সিনএনজি, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, লেগুনা, নসিমন, করিমন, মাইক্রোবাস আগামীকাল রোববার ১২টার পর থেকে ৩০ তারিখ রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় চলাচল বন্ধ থাকবে।

রাসিক নির্বাচনে এবার ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৮৫। আর নারীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৫।

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর করা হয়েছে। সকাল থেকে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ডিবি ডিসি মোয়াজ্জম হোসেন ভূইয়া জানান, শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখক পুলিশ। বিজিবি ও র‌্যাবের টহল শুরু হয়েছে।

নির্বাচনের দিনে পুলিশ ১৮৫৭, এপিবিএন ১৫৬, আনসার, র‌্যাবের ৩০০ জন সদস্য, ১৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি ৫৪ জন নির্বাহী ও ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন।

বরিশালের সহকারী রির্টার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান- এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি নগরীর ৩০ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মধ্য রাতে প্রার্থীদের প্রচারণা শেষ হবে। প্রার্থীরা তাই শেষ প্রচারণায় ব্যস্ত রয়েছে।

সিলেট: সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে তাদের নগরীতে মোতায়েন করা হয়। ৩১ জুলাই পর্যন্ত তারা মাঠে থাকবে।

সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন।

আরও পড়ুন:

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh